রূপচাঁদ পক্ষী
(১৮১৫-১৮৯০ খ্রিষ্টাব্দ)

পাঁচালীকার ও টপ্পা রচয়িতা। মূল নাম রূপচাঁদ দাস।


১৮১৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। এঁদের আদি নিবাস ছিল উড়িষ্যা। তাঁর পিতা
গৌরহরি দাস রাজা হরিহর ভক্তের আমমোক্তার হিসেবে চাকরিস্থল কলকাতায় বসবাস করতেন।

বাল্যকাল থেকেই সঙ্গীতের প্রতি রূপচাঁদ বিশেষভাবে অনুরক্ত ছিলেন। অল্প বয়স থেকেই তিনি নানা ধরনের গান রচনা করতেন। এই সকল গানে তিনি গানের ভনিতায় তিনি পক্ষী বা খগরাজ নাম ব্যবহার করতেন। পক্ষী নামে খ্যাতি লাভ করায়, তিনি তাঁর গাড়িটিকে পক্ষীর আকার দিয়েছিলেন।

তিনি কলকাতায় পক্ষীর জাতিমালা নামক একটি পাঁচালির দল তৈরি করেন এবং এই দলের সূত্রে তিনি খ্যাতি লাভ করেন। বেশিরভাগ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে পাঁচালির গান বাঁধতেন। এর পাশাপাশি আগমনী, বিজয়গান, বাউল, দেহতত্ত্ব এবং টপ্পা গান রচনা করেছেন। তাঁর দলের সদস্যরা বিভিন্ন পক্ষীর সাজ পড়ে আসরে নামতেন।
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তাঁর ৫৩টি গানের নমুনা পাওয়া যায়।
 


সূত্র: