শামসুল হক, সৈয়দ
১৯৩৫-২০১৬ খ্রিষ্টাব্দ)
বাঙালি সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল বিচরণের জন্য তাঁকে  'সব্যসাচী লেখক' বলা হয়।

১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৭শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন।  পেশায় ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। মায়ের নাম হালিমা খাতুন। এই দম্পতির আট সন্তানের ভিতর শামসুল হক ছিলেন প্রথম সন্তান। তাঁর স্ত্রী লেখিকা ডা. আনোয়ারা সৈয়দ। সন্তান:  একটি পুত্র ও একটি কন্যা।

তাঁর শিক্ষাজীবনের শুরু হয়েছি কুড়িগ্রাম মাইনর স্কুলে। সেখানে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন।  এরপর তিনি ভর্তি হন কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে। এই স্কুল থেকে ১৯৫০ খ্রিষ্টাব্দে গণিতে লেটার মার্কস নিয়ে তিনি ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর পিতার ইচ্ছা ছিলো ছেলেকে তিনি ডাক্তারি পড়াবেন। এই বিষয়ে তাঁর পিতা জোরজবরদস্তি করলে, ১৯৫১ খ্রিষ্টাব্দে পালিয়ে  বম্বে  চলে যান। সেখানে তিনি প্রায় বছরখানেক একটি সিনেমা প্রডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করেন। এরপর ১৯৫২ খ্রিষ্টাব্দে তিনি দেশে ফিরে এসে জগন্নাথ কলেজে মানবিক শাখায় ভর্তি হন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক পাশ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। কিন্তু স্নাতক পাসের আগেই ১৯৫৬ খ্রিষ্টাব্দে পড়াশোনা অসমাপ্ত রেখে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

২০১৬ খ্রিষ্টাব্দের ২৭শে সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন।

পুরস্কার

সৈয়দ শামসুল হকের রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি
প্রবন্ধ

উপন্যাস

কাব্যনাট্য

ছোট গল্প

কবিতা

অনুবাদ

শিশুসাহিত্য