সরহপা
চর্যাপদের আদি পদকর্তা। 

ধারণা করা হয় তিনি ৭৫০-৮০০ খ্রিষ্টাব্দের কবি। তিনি মগধবাসী ছিলেন। তিনি জন্মসূত্রে নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, পরে তিনি বৌদ্ধ ধর্মগ্রহণ করেছিলেন। তাঁর শিষ্য ছিলেন
শবরপা

চর্যাগীতিতে তাঁর রচিত পদের সংখ্যা ৪টি পদ। পদ ৪টি হলো-  
                   
আপণে রচি রচি ভব নির্ব্বাণা [তথ্য] পদসংখ্যা ২২।
    ‌               
নাদন বিন্দুন রবি ন শশিমন্ডল [তথ্য] পদসংখ্যা ৩২।
                    কাঅ ণাবড়ি খান্টি মণ কেড়ু আল [তথ্য] পদসংখ্যা ৩৮।
                    সূইণে হ অবিদার অরে [তথ্য] পদসংখ্যা ৩৯।

 


তথ্যসূত্র :
চর্যাগীতিকা/মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত। ষ্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
চর্যাগীতি কোষ/নীলরতন সেন। সাহিত্যলোক।  জানুয়ারি ১৯৭৮।
চর্যাগীতি পরিক্রমা/ড. নির্মল সেন। দে'জ পাবলিশিং, জানুয়ারি ২০০৫।
চর্যাগীতি প্রসঙ্গ/সৈয়দ আলী আহসান। মৌলি প্রকাশনা, জুন ২০০৩।
বাংলাভাষার ইতিবৃত্ত/ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদ্রার্স, মার্চ ২০০০।
ভাষার ইতিবৃত্ত। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। নভেম্বর ১৯৯৪।
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা/হরপ্রসাদ শাস্ত্রী। (বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৩২৩)
হরপ্রসাদ শাস্ত্রী রচনা-সংগ্রহ (দ্বিতীয় খণ্ড)। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, নভেম্বর ২০০০/বি