শেখ সাত্তার মোহম্মদ
সেতার শিল্পী

১৯৫৮ খ্রিষ্টাব্দের ১১ই মে খুলনা জেলার দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পিতার নাম শেখ আব্দুল বারি। মায়ের নাম বক্ফুল বিবি। তিনি ছিলেন পিতা-মাতার সাত সন্তানের ভিতর দ্বিতীয়।

স্থানীয় স্কুলে প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে বিএল কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে তিনি ইতিহাসে স্নাতক (সম্মানসহ) পাশ করেন।
সেতারে তাঁর হাতে খড়ি হয় খুলনার সেতার শিক্ষক অনিমেষ বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরে তিনি ছায়ানটে সেতার বিভাগে ভর্তি হন। এখানে তিনি সেতার শেখেন ওস্তাদ খুরশিদ খানের কাছে। এরপর স্কলারশিপ নিয়ে দিল্লীর শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্রে পার্থ সারথির কাছে সেতার শেখেন। দুই বছর পরে তিনি ওস্তাদ বিলায়েত খাঁর পুত্র সুজিত খাঁর কাছে সেতার শেখেন।
২০০৪ খ্রিষ্টাব্দে ভারত থেকে ফিরে ছায়ানটে শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রথম দিকে তিনি ওস্তাদ খুরশিদ খানের সাথে সহযোগী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি সেতারের পূর্ণ শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এরপর থেকে আমৃত্যু ছায়ানটের সেতার শিক্ষক ছিলেন।
২০০৯ খ্রিষ্টাব্দের ৭ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।