শেখ ফয়জুল্লা
খ্রিষ্টীয় ষোড়শ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি।

তাঁর জন্মস্থান নিয়ে মতভেদ আছে। নানা সূত্র থেকে তাঁর জন্মস্থান হিসেবে পশ্চিমবঙ্গের বারাসত, দক্ষিণ রাঢ় এবং কুমিল্লার নাম পাওয়া যায়।

ফয়জুল্লার রচিত প্রধান তিনটি কাব্যগ্রন্থের নাম জানা যায়। এগুলো হচ্ছে সত্যপীরবিজয়, গোরক্ষবিজয় ও গাজীবিজয়। এ ছাড়াও তিনি জয়নবের চৌতিশা, সুলতান জমজমা, রাগমালা ও পদাবলি কাব্য রচনা করেছিলেন।


তথ্যসূত্র :