সিংহভূপাল
খ্রিষ্টীয় ১৪শ শতকের দক্ষিণ ভারতীয় সঙ্গীতশাস্ত্রী
এঁর পিতামহ ছিলেন অন্ধপ্রদেশের বিজয়নগর রাজ্যের রেচলবংশীয় রাজা। জাতিতে শূদ্র ছিলেন বলে,
ব্রাহ্মণদের কাছে শ্রদ্ধা লাভ করতে পারেন নি। এঁর জ্যেষ্ঠপুত্র অনন্ত পোত ছিলেন
সিংহভূপালের পিতা। অনন্তের রাজত্বকাল ছিল ১৩৪০- ১৪৬০ খ্রিষ্টাব্দ। সিংহভূপালের
মায়ের নাম ছিল- আন্নাম্বা। তিনি তাঁর রচিত 'রসার্ণব সুধাকর' গ্রন্থে তিনি তাঁর
বংশের বিস্তারিত বিবরণ দিয়েছেন।
উত্তরাধিকার সূত্রে সিংহভূপাল রাজত্বলাভ করেছিলেন। তিনি সংস্কৃত সাহিত্য, সঙ্গীত,
অলঙ্কার শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো-
- সঙ্গীতরত্নাকরের টীকা
- সঙ্গীত সুধাকর (সঙ্গীতবিষয়ক)
- রসার্ণব সুধাকর (অলঙ্কার শাস্ত্র)
- রত্নপাঞ্চালিকা (নাট্যগ্রন্থ)
- কন্দর্প সম্ভব (কাব্যগ্রন্থ)
সূত্র:
- সংগীত মণীষা (প্রথম
খণ্ড)। অমল দাশশর্মা। কে পি বাগচী এ্যান্ড কোম্পানি। কলকাতা। ১৯৭৯। পৃষ্ঠা: ৬৫।