সুধীন
দাশ
সঙ্গীতশিল্পী ও নজরুল সঙ্গীতের স্বরলিপিকার।
১৯৩০ খ্রিষ্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। এঁর পিতার নাম নিশিকান্ত দাশ ও মায়ের নাম হেমপ্রভা দাশ।
সঙ্গীতে তাঁর হাতে খড়ি হয়েছিল, তাঁর বড় দাদা সঙ্গীতাচার্য সুরেন দাশের কাছে। সুধীন দাস তাঁর বড় দাদার কাছে দীর্ঘদিন রাগ সঙ্গীতের তালিম নেন। এর পাশাপাশি তিনি শেখেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, অতুলপ্রসাদের গান, ডিএল রায়ের গান, রাজনীকান্তের গান, মুকুন্দ দাসের গান, হাসন রাজার গান, লালনগীতি ইত্যাদি।
১৯৪৮ খ্রিষ্টাব্দে তৎকালীন ঢাকা বেতার এবং টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন শুরু করেন। এরপর থেকে তিনি নানা ধরনের গান গেয়েছেন। একই সাথে তিনি সঙ্গীতের শিক্ষাদানও করেছেন।
কাজী নজরুল ইসলামের গানের আদি গ্রামোফোন রেকর্ড শুনে তিনি নজরুল সঙ্গীতের স্বরলিপি তৈরি করেছেন। এই সকল স্বরলিপি নজরুল একাডেমী এবং নজরুল ইন্সটিটিউট থেকে এই পর্যন্ত (মে, ২০১৩) তাঁর ২১টি স্বরলিপি-গ্রন্থ প্রকাশিত হয়েছে।
তিনি 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'-এর অন্যতম সদস্য। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএ. অনার্স, এম মিউজের ব্যবহারিক সঙ্গীত বিষয়ের বহিরাগত পরীক্ষক। বাংলাদেশ টেক্সট বুক বোর্ড-এর সঙ্গীত বিষয়ক সিলেবাস কমিটির সদস্য। নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সরকার কর্তৃক গঠিত জাতীয় কমিটির অন্যতম সদস্য এবং নজরুল-সঙ্গীত প্রশিক্ষক উপকমিটির আহ্বায়ক। বাংলাদেশ টেলিভিশনের নজরুল-সঙ্গীত বিষয়ক অডিশন বোর্ডের সম্মানিত বিচারক। বাংলাদেশ ভারত সম্পাদিত সাংস্কৃতিক চুক্তি বিনিময় কার্যক্রম প্রার্থী বাছাই কমিটির সদস্য। সরকার কর্তৃক সংস্কৃতি সেবীদের ভাতা প্রদান সংক্রান্ত কমিটির সদস্য।
সঙ্গীতে তাঁর পুরস্কার ও সম্মাননা
সুধীন দাশকৃত নজরুল সঙ্গীতের স্বরলিপির তালিকা