সুনীল গঙ্গোপাধ্যায়
বাংলা ভাষার অন্যতম  কবি, ঔপন্যাসিক, ছোটো গল্পকার, সাংবাদিক ও কলামিস্ট।

১৯৩৪ খ্রিষ্টাব্দের ৭ সেপ্টেম্বর [২১ ভাদ্র, ১৩৪১ বঙ্গাব্দ] বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন।

১৯৫৩ খ্রিষ্টাব্দ থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন।
১৯৫৪ খ্রিষ্টাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৯৫৮ খ্রিষ্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ একা  প্রকাশিত হয়।
১৯৬৬ খ্রিষ্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। 
১৯৬৭ সালে তিনি স্বাতী বন্দোপাধ্যায়কে বিয়ে করেন। এঁদের একমাত্র সন্তানের নাম সৌভিক গঙ্গোপাধ্যায়।
১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক প্রবন্ধ, কবিতা রচনা করেন।
১৯৭২ খ্রিষ্টাব্দে সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ আনন্দ পুরস্কার লাভ করেন।
১৯৮৫ খ্রিষ্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।
২০১১ খ্রিষ্টাব্দে দ্য হিন্দু লিটারেরি  পুরস্কার লাভ করেন।
২০১২ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর [০৮ কার্তিক ১৪১৯ বঙ্গাব্দ] দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন।

উপন্যাস  
অগ্নিপুত্র
অচেনা মানুষ
অজানা নিখিলে
অনসূয়ার প্রেম
অনির্বাণ আগুন
অন্তরঙ্গ
অন্য জীবনের স্বাদ
অমলের পাখি
অমৃতের পুত্রকন্যা
অরণ্যের দিনরাত্রি
অর্জুন
আঁধার রাতের অতিথি
আকাশ দস্যু
আকাশ পাতাল
আজও চমৎকার
আমিই সে
আলপনা আর শিখা
উত্তরাধিকার
উদাসী রাজকুমার
উড়নচণ্ডী
একটি মেয়ে অনেক পাখি
এক অপরিচিতা
এক জীবনে
একা এবং কয়েকজন
একাকিনী
এখানে ওখানে সেখানে
এর বাড়ি ওর বাড়ি
এলোকেশী আশ্রম
কনকলতা
কপালে ধুলো মাখা
কবি ও নর্তকী
কয়েকটি মুহুর্ত
কর্ণ
কল্পনার নায়ক
কাজরী
কালো রাস্তা সাদা বাড়ি
কিশোর ও সন্ন্যাসিনী
কেউ জানে না
কেন্দ্রবিন্দু
কোথায় আলো
খেলা নয়
গভীর গোপন
গড়বন্দীপুরের কাহিনী
গড়বন্দীপুরের সে
ছবি
জনারণ্যে একজন
জয়াপীড়
জলদস্যু
জীবন যেরকম
জোছনাকুমারী
টান
তাজমহলে এক কাপ চা
তিন চরিত্র
তিন নম্বর চোখ
তুমি কে?
দময়ন্তীর মুখ
দরজার আড়ালে
দরজা খোলার পর
দর্পনে কার মুখ
দুই অভিযান
দুই নারী
দুই বসন্ত
দুজন
দুজনে মুখোমুখি
দৃষ্টিকোণ
ধূলিবসন
নদীর ওপার
নদীর পাড়ে খেলা
নবজাতক
নবীন যৌবন
নিজেকে দেখা
নীল চাঁদ : দ্বিতীয় মধুযামিনী
 
পায়ের তলায় সরষে
পুরুষ
পূর্ব-পশ্চিম
প্রকাশ্য দিবালোকে
প্রতিদ্বন্দ্বী
প্রতিপক্ষ
প্রতিশোধের একদিক
প্রথম আলো
প্রথম নারী
প্রথম প্রণয়
প্রবাসী পাখি
প্রেম ভালবাসা
ফিরে আসা
বন্ধুবান্ধব
বসন্ত দিনের খেলা
বসন্তদিনের ডাক
বাবা মা ভাই বোন
বিজনে নিজের সঙ্গে
বুকের পাথর
বুকের মধ্যে আগুন
বৃত্তের বাইরে
বেঁচে থাকা
বেঁচে থাকার নেশা
ব্যক্তিগত
ভয়ঙ্কর প্রতিশোধ
ভালোবাসা
ভালোবাসা, প্রেম নয়
ভালবাসার দুঃখ
ভালো হতে চাই
মধুময়
মধ্যরাতের মানুষ
মনে মনে খেলা
মনে রাখার দিন
ময়ূর পাহাড়
মহাপৃথিবী
মানসভ্রমণ
মায়া কাননের ফুল
মেঘ বৃষ্টি আলো
যুবক যুবতীরা
রক্তমাংস
রক্ত|
রাকা
রাধাকৃষ্ণ
রানু ও ভানু
রূপটান
রূপালী মানবী
শান্তনুর ছবি
শিখর থেকে শিখরে
শ্যামসাহেব
সংসারে এক সন্ন্যাসী
সপ্তম অভিযান
সময় অসময়
সময়ের স্রোতে
সমুদ্রতীরে
সমুদ্রের সামনে
সরল সত্য
সামনে আড়ালে
সুখ অসুখ
সুখের দিন ছিল
সুপ্ত বাসনা
সেই দিন সেই রাত্রি
সেই সময়
সেতুবন্ধন
সোনালী দিন
সোনালি দুঃখ
স্বপ্ন লজ্জাহীন
স্বপ্নসম্ভব
স্বপ্নের নেশা
স্বর্গ নয়
স্বর্গের নীচে মানুষ
হীরকদীপ্তি
হৃদয়ে প্রবাস
হৃদয়ের অলিগলি
কবিতা  
অন্য দেশের কবিতা
আমার স্বপ্ন
আমি কিরকম ভাবে বেঁচে আছি
একা এবং কয়েকজন
জাগরণ হেমবর্ণ
ভালোবাসা খণ্ডকাব্য
মনে পড়ে সেই দিন
নীরা, হারিয়ে যেও না
বাতাসে কিসের ডাক, শোন
ভোরবেলার উপহার
রাত্রির রঁদেভু
সাদা পৃষ্ঠা তোমার সঙ্গে
সেই মুহুর্তে নীরা
স্মৃতির শহর
সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর
সুন্দর রহস্যময়
হঠাৎ নীরার জন্য
   
নাটক  
প্রাণের প্রহরী
রাজা রানী ও রাজসভায় মাধবী
মালঞ্চমালা
স্বাধীনতা সংগ্রামে নেতাজী
   
গল্পগ্রন্থ  
শাজাহান ও তার নিজস্ব বাহিনী আলোকলতার মূল
   
প্রবন্ধ  
আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য
আন্দামানে হাতি
ইতিহাসে স্বপ্নভঙ্গ
কবিতার জন্ম ও অন্যান্য
ছবির দেশে কবিতার দেশে
তাকাতে হয় পিছন ফিরে
বরণীয় মানুষ : স্মরণীয় বিচার
রাশিয়া ভ্রমণ
সনাতন পাঠকের চিন্তা
সম্পাদকের কলমে

সূত্র:
http://www.kalerkantho.com/
http://www.prothom-alo.com/