১৯৬৪ খ্রিষ্টাব্দ |
ভ্যালেন্তিনা
ভ্লাদিমিরোভনা তেরেস্কোভা
বিশ্বের প্রথম
নভোচারিণী।
রুশ: Валенти́на
Влади́мировна Терешко́ва।
ইংরেজি : Valentina
Vladimirovna Tereshkova।
১৯৩৭ খ্রিষ্টাব্দের ৬ মার্চ, মধ্য রাশিয়ার ইয়ারোস্লাভ ওব্লাস্টের অধীনস্থ
টুটায়েভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা বেলারুশ থেকে
মধ্য রাশিয়ায় অভিবাসিত হন। তাঁর বাবা ভ্লাদিমির তেরেস্কোভ ছিলেন ট্রাক্টর ড্রাইভার
এবং মা স্থানীয় বস্ত্র-কারখানায় কাজ করতেন।
তাঁর বাবা
ভ্লাদিমির তেরেস্কোভ দ্বিতীয়
বিশ্বযুদ্ধের প্রারম্ভে সোভিয়েত ইউনিয়ন এবং ফিনল্যান্ডের মধ্যে সংঘটিত শীতকালীন
যুদ্ধে (৩০ নভেম্বর ১৯৩৯-১৩ মার্চ ১৯৪০) যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান।
১৯৪৫ খ্রিষ্টাব্দে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু ১৯৫৩
খ্রিষ্টাব্দে তিনি এই বিদ্যালয় ত্যাগ করে দূরশীক্ষণ পাঠ্যক্রমে শিক্ষালাভ করেন।
শৈশব থেকে তিনি প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ার স্বপ্ন দেখতেন। এই আকাঙ্ক্ষার সূত্রে স্থানীয় অ্যারোক্লাবে স্কাই-ড্রাইভিংয়ে প্রশিক্ষণ নেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দের ২১ মে, তিনি প্রথম আকাশ থেকে ঝাঁপ দেন। পরবর্তী সময়ে এ অভিজ্ঞতালব্ধ জ্ঞানই তাকে নভোচারী হিসেবে যোগ দিতে সাহায্য করেছিল। ১৯৬১ খ্রিষ্টাব্দে তিনি স্থানীয় যুব কমিউনিস্ট লীগের (Komsomol) দেন সম্পাদক হন। এরপর তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন।
১৯৬১ খ্রিষ্টাব্দে ইউরি গ্যাগোরিন-এর মহাকাশ পরিভ্রমণের পর, সোভিয়েত ইউনিয়নের
প্রধান রকেট প্রকৌশলী সের্গে কোরোলিয়োভ মহাকাশ যাত্রার সাথে নারীদের সম্পৃক্ত করার
উদ্যোগ
নেন। ১৯৬২ খ্রিষ্টাব্দের ১৬ ফেব্রুয়ারি
ভ্যালেন্তিনা সোভিয়েত মহাকাশচারী শিবিরে মহিলা সদস্য হিসাবে যোগদান করার সুযোগ পান।
চার শতাধিক শিক্ষার্থিনীর ভিতরে পাঁচ জন নির্বাচিতা হয়, এর ভিতরে ভ্যালেন্তিনা
স্থান পান। ভ্যালেন্তিনা তেরেরস্কোভা ছাড়া অপর চারজন ছিলেন - তাতিয়ানা কুজ্নেৎসোভা
(Tatyana Kuznetsova),
ইরিনা সলোভিয়োভা (Irina Solovyova),
ঝান্না ইয়োর্কিনা (Zhanna Yorkina),
ভ্যালেন্তিনা পোনোমারিয়োভা (Valentina
Ponomaryova)। এই নির্বাচনে একটি
নির্দিষ্টমানের মেধাগত যোগ্যতা ছাড়াও বয়স দেহগত একটি মান নির্ধারিত ছিল। যেমন
নির্বাচিতা নারীর বয়স ৩০ বৎসরের নিচে থাকতে হবে। দৈহিক উচ্চতা সর্বনিম্ন ৫ফুট ৭
ইঞ্চি এবং ওজন ৭০ কেজি নির্ধারণ করা হয়েছিল। ভ্যালেন্তিনা তেরেস্কোভা এই বিষয়ে উতরে
গেলেও বাবার দিক দিয়ে তিনি একটি বিশেষ সুবিধা পেয়েছিলেন। উল্লেখ্য তাঁর বাবা
ভ্লাদিমির তেরেস্কোভ ছিলেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ট্যাঙ্ক বাহিনীর সার্জেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। এই সুবাদে কর্তৃপক্ষ তাঁকে বিশেষ সুবিধা
দিয়েছিলেন।
মহাকাশ অভিযাত্রী হওয়ার জন্য নির্বাচিতা সদস্যদের শেখানো হয়, ভরশূন্য পরিবেশে থাকার কৌশল, রকেট এবং নভোযানের কলাকৌশল, MiG-15UTI বিমান চালনাসহ নানাবিধা বিষয়। এছাড়া তিনি প্যারাসুট নিয়ে লাফ দেন ১২০ বার। এই প্রশিক্ষণ শেষে ১৯৬২ খ্রিষ্টাব্দে একটি পরীক্ষা হয় এবং পরীক্ষা শেষ এই ছোটো দলটি সোভিয়েত বিমান বাহিনীতে জুনিয়র লেফট্যান্ট পদ পায়। উল্লেখ্য, এই দলের ভিতরে ভ্যালেন্তিনা তেরেস্কোভা, ইরিনা সলোভিয়োভা এবং ভ্যালেন্তিনা পোনোমারিয়োভা সর্বোচ্চ মান পেয়েছিলেন। এর ভিতর থেকে দুজনকে মহাকাশচারিণী হিসাবে নির্বাচন করা হয়। তেরেস্কোভা ছাড়া অপরজন ছিলেন ভ্যালেন্তিনা পোনোমারিয়োভা।
প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, ১৯৬৩ খ্রিষ্টাব্দের ভোস্টোক ৫ উৎক্ষেপিত হবে এবং এতে থাকবেন তেরেস্কোভা। আর তাঁকে অনুসরণ করে ভোস্টোক ৬ অগ্রসর হবে, এতে থাকবেন ভ্যালেন্তিনা পোনোমারিয়োভা। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, ভোস্টোক ৫ চালাবেন ভ্যালেরি বাইকোভস্কি (Valery Bykovsky) এবং ভোস্টোক ৬ নিয়ে তাঁকে অনুসরণ করবেন তেরেস্কোভা। এই সিদ্ধান্ত অনুসারে ভোস্টোক ৫ উৎক্ষেপিত হয় ১৯৬৩ খ্রিষ্টাব্দের ১৪ জুন এবং ভোস্টোক ৬ নিয়ে তেরেস্কোভা মহাকাশে যাত্রা করেন ১৬ জুন-এ। সুনির্দিষ্ট কক্ষপথে ৩ দিন মহাকাশে থাকেন এবং মোট ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন। এই সময় তিনি নভোযানের যান্ত্রিক সুবিধা ব্যবহার করে, বহু ছবি তোলেন এবং নানা ধরণের গবেষণার উপযোগী তথ্যাদি সংগ্রহ করেন। ১৯৬৩ খ্রিষ্টাব্দের ১৯ জুন তিনি পৃথিবীতে ফিরে আসেন।
১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর তিনি এ্যান্ড্রিয়ান নিকোলায়েভ (মহাকাশচারী)-কে বিবাহ করেন। ১৯৬৪ খ্রিষ্টাব্দের ৮ জুন এঁদের একটি কন্যা সন্তান জন্মে। এঁর নাম -Elena Andrianovna Nikolaeva-Tereshkova।
মহাকাশ পরিভ্রমণ শেষে তিনি
ঝুকোভ্স্কি বিমান বাহিনী একাডেমি থেকে মহাকাশ প্রকৌশল বিদ্যা নিয়ে লেখাপড়া করেন
এবং গ্রাজুয়েট হন। একই সাথে তিনি ধীরে ধীরে সোভিয়েত রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে প্রবেশ
করেন। ১৯৬৬ খ্রিষ্টাব্দে তিনি সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েতের সদস্য
নির্বাচিত হন।
১৯৬৬ খ্রিষ্টাব্দে বিশ্বশান্তি পরিষদের সদস্য হন।
১৯৬৮ খ্রিষ্টাব্দে তিনি সোভিয়েত নারী সমিতির পরিচালক নিযুক্ত হন।
১৯৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েতের সদস্য
হিসাবে থাকার পর এই বৎসরে তিনি একই পদে পুনর্নিবার্বাচিতা হন।
১৯৭৪ খ্রিষ্টাব্দে সুপ্রিম সোভিয়েত প্রেসিডিয়ামের সদস্য নির্বাচিত হন।
১৯৭৫ খ্রিষ্টাব্দে ম্যাক্সিকো সিটিতে আন্তর্জাতিক নারী বর্ষের সভায় সোভিয়েত
ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন।
১৯৭৭ খ্রিষ্টাব্দে তিনি মহাকাশ প্রকৌশল বিদ্যায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
১৯৮২ খ্রিষ্টাব্দে তাঁর সাথে
নিকোলায়েভ-এর বিবাহ-বিচ্ছেদ
ঘটে।
১৯৯০ খ্রিষ্টাব্দে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূক ডক্টরেট ডিগ্রি লাভ
করেন।
১৯৯১ খ্রিষ্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর, তিনি তাঁর রাজনৈতিক পদ হারান।
১৯৯৭ খ্রিষ্টাব্দে তিনি রাশিয়ান বিমান বাহিনী থেকে অবসর নেন।
১৯৯৯ খ্রিষ্টাব্দে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। তাঁর এই স্বামীর নাম-
Yuli
Shaposhnikov।
২০০৮ সালে তিনি ইয়ারোস্লাভ প্রদেশের সংসদের ইউনাইটেড রাশিয়া দলের সদস্যরূপে
সহ-সভাপতি নিযুক্ত হন।
এই বৎসরে রাশিয়ার পিটার্সবার্গের
গ্রীষ্মকালীন অলিম্পিকের মশাল রিলেতে তিনি অংশগ্রহণ করেন।
তাঁর পুরস্কার ও সম্মাননা
Russian
Order of Merit
2nd class (6 March 2007) – অভ্যন্তরীণ মহাকাশ গবেষণার জন্য প্রাপ্ত পুরস্কার
3rd class (6 March 1997) – অভ্যন্তরীণ মহাকাশ গবেষণার জন্য ব্যক্তিগত উদ্যম এবং এর পরিসেবার জন্য প্রাপ্ত পুরস্কার
Order of Honour (10 June 2003) –আন্তর্জাতিক বৈজ্ঞানিক, সাংস্কৃতক এবং সামাজিক সম্পর্কের উন্নয়নে অসামান্য অবদানের জন্য।
Order of Friendship (April 12, 2011) – জাতীয় মহাকাশ গবেষণা এবং জনসাধারণের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘকালের প্রচেষ্টার জন্য।
Russian Federation State Prize (4 June 2009)–
মানবিক
সম্পর্ক উন্নয়ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।
Soviet
Honoured Master of Sports (19 June 1963)
Hero of the Soviet Union (22 June 1963)
Order of Lenin (22 June 1963; 6 May 1981
Order of the October Revolution (1 December 1971)
Order of the Red Banner of Labour (5 March 1987)
Order of the Friendship of Peoples
Pilot-Cosmonaut
of the Soviet Union
Other awards – Warsaw Pact
Gold Star" Hero of Socialist Labour (Czechoslovakia) (August 1963)
Gold Star" Hero of Socialist Labour (Bulgaria) (Bulgaria, 9 September 1963)
Order of Georgi Dimitrov (Bulgaria, 9 September 1963)
Order of Karl Marx (October 1963, East Germany)
Medal of Becker
(October 1963, East Germany)
Cross of Grunwald, 1st class (October 1963, Poland)
Order of the National Flag with diamonds (Hungary, April 1965)
Order "For Achievements in Science" (Romania, 17 November 1973)
Medal "For Strengthening Brotherhood in Arms" (Bulgaria, 1976)
Order of
Klement Gottwald (Czechoslovakia)
Other awards
Order of the Star of Nepal, 1st class (November 1963)
Order of the Star of the Republic of Indonesia, 2nd class (November 1963)
Order of the Volta (Ghana, January 1964)
"Gold Soyombo" Hero of Labour (Mongolia)
Order of Sukhbaatar (Mongolia, May 1965)
Order of the Enlightenment (Afghanistan, August 1969)
Order of Planets (Jordan, December 1969)
Order of the Nile (Egypt, January 1971)
"Gold Star" Hero of Labour (Vietnam) (October 1971)
Order of Bernardo O'Higgins (Chile, March 1972)
Order of the Yugoslav Flag with sash (November 1972)
Grand Cross of the Order of the Sun (Peru, 1974)
Order of the Bay of Pigs (Cuba, 1974)
Order of Anne Betancourt (Cuba, 1974)
Order of the Duke of Branimir, with sash (Croatia, 17 February 2003)
Scientific, social and religious organizations
Gold Medal, Tsiolkovsky Academy of Sciences of the USSR
Gold Medal of the British Society for interplanetary communications "For achievements in space exploration" (February 1964)
Gold Medal of the "Cosmos" (FAI)
Award Galambera Astronautics
Gold Medal of Peace Joliot-Curie (France, 1964)
Order "Wind Rose" International Committee of the National Aeronautics and Space Missions
"Golden mimosa" of the Italian Union of Women (1963)
Sign of the Komsomol "For active in the League" (1963)
Gold Medal Exhibition of Economic Achievements (28 June 1963)
Honour of DOSAAF (1 July 1963)
Order of St. Euphrosyne, Grand Duchess of Moscow, 2nd class (2008)
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Valentina_Tereshkova