যাষ্টিক
প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সঙ্গীতজ্ঞ।
আনুমানিক
৩০০-৫০০ খ্রিষ্টাব্দের ভিতরে যাষ্টিক সঙ্গীত বিষয়ক তথ্য
উপস্থাপন করেছিলেন।
তিনি তাঁর অভিনয় দর্পণ গ্রন্থে মন্দ্র-মধ্য-তার স্থানে ১২টি মূর্চ্ছনা নিয়ে আলোচনা
করেছেন। এই গ্রন্থ থেকে জাতিরাগ, গ্রামরাগ, ভাষারাগ এবং দেশীরাগ সম্পর্কে ধারণা
পাওয়া যায়।
৫০০ খ্রিষ্টাব্দের দিকে
মতঙ্গের রচিত
বৃহদ্দেশী গ্রন্থে
যাষ্টিকের রচিত সঙ্গীত বিষয়ক তথ্যাদি
ব্যবহার করেছেন। এই গ্রন্থে যাষ্টিকে উদ্ধৃতিতে
শাস্ত্রীয় সঙ্গীতের নানাবিত বিষয়ে আলোকপাত করেছেন।
যাষ্টিক সামগ্রিকভাবে সেকালের রাগগুলোকে
যাষ্টিক গ্রামরাগের অধীনস্থ করে-
ভাষা,
বিভাষা
এবং অন্তরভাষা হিসেবে
উপস্থাপন করেছিলেন। তাঁর বিবরণে পাওয়া যায় রাগের একটি
ক্রমবিকাশের ধারা। তাঁর মতে- গ্রামরাগ থেকে উৎপন্ন হয়েছে ভাষারাগসমূহ। এই ভাষা রাগ
থেকে উৎপন্ন হয়েছে বিভাষা রাগ এবং বিভাষা রাগ থেকে উৎপন্ন হয়েছে অন্তরভাষা রাগগুলো।
তিনি তাঁর সময়ে প্রচলিত ৭৩টি রাগকে গ্রামরাগের অন্তর্গত করে রাগের শ্রেণিকরণ ও
তালিকা প্রণয়ন করেছিলেন। এই তালিকাটি হলো-
-
টক্ক [গ্রামরাগ]
(ভাষারাগ ১৬টি):
ত্রবণা,
ত্রবোণদ্ভবা,
বেরঞ্জিকা,
ছেবাটী,
মালবেসরী,
গুর্জরী,
সৌরাষ্ট্রিকা,
সৈন্ধবী,
বেসরিকা,
পঞ্চম,
রবিচন্দ্রিকা,
অম্বাহেরী,
ললিতা,
কোলাহলী,
মধ্যমগ্রামিকা,
গান্ধারপঞ্চমী।
- মালবকৈশিক গ্রামরাগ
(ভাষারাগ ৮টি): শুদ্ধা, আদ্যবেসরিকা, হর্ষপুরী, মাঙ্গলী, সৈন্ধবী, ্ভীরী, খঞ্জরী
ও গুঞ্জরী।
- ককুভ
গ্রামরাগ (ভাষারাগ ৭টি): কাম্বোজা, মধ্যমগ্রামিকা,
সালবাহনিকা, ভাগবর্ধনী, মুহরী, শকমিশ্রিতা ও ভিন্নপঞ্চমী।
-
হিন্দোল
গ্রামরাগ
(ভাষারাগ ৫টি):
বেসরী, প্রথমমঞ্জরী, ছেবাটী, ষড়্জমধ্যমা ও মধুরী।
- পঞ্চম গ্রামরাগ (ভাষারাগ
১০টি): আভীরী, ভাবিনী, মাঙ্গলী, সৈন্ধবী,
গুর্জরী, দাক্ষিণ্যাত্য, আন্ধ্রী, তানোদ্ভবা, ত্রাবণী,
কৈশিকী
- ভিন্নযড়্জ
গ্রামরাগ (ভাষারাগ ৯টি): বিশুদ্ধা, দাক্ষিণ্যত্য, গান্ধারী, শ্রীকণ্ঠী, পৌরালী,
মাঙ্গলী, সৈন্ধবী, কালিন্দী, পুলিন্দী
- সৌবীর গ্রামরাগ (ভাষারাগ
৪টি): সৌবীরী, বেগমধ্যমা, সাধারিতা, গান্ধারী।
- ভিন্নপঞ্চম
গ্রামরাগ (ভাষারাগ ৪টি): শুদ্ধভিন্না, বরাটী, ধৈবতভূষিতা, বিশালা
- মালবপঞ্চম গ্রামরাগ
(ভাষারাগ ১টি): ভাবিনী
- বোট্ট গ্রামরাগ (ভাষারাগ
১০টি): মঙ্গল
- টক্ককৈশিক গ্রামরাগ
(ভাষারাগ ৩টি): মালবা, ভিন্নললিতা, দ্রাবিড়ী
- বেসরষাড়ব গ্রামরাগ
(ভাষারাগ ২টি): বাহ্যষাড়ব, নাদ্যা
- ভিন্নতান গ্রামরাগ
(ভাষারাগ ১টি): তানোদ্ভবা।
- গান্ধারপঞ্চম
গ্রামরাগ (ভাষারাগ ১টি): গান্ধারী। উপরাগ পঞ্চমষাড়ব,, অথবা উপরাগ রেবগুপ্ত।
রেবগুপ্তের ১টি ভাষ রাগ শক।
[বৃহদ্দেশী-পৃষ্ঠা:
১৯১-১৯৩]
তথ্যসূত্র:
- ভারতীয় সঙ্গীতের ইতিহাস (প্রথম ভাগ)। স্বামী
প্রজ্ঞানানন্দ। রামকৃষ্ণ বেদান্ত মঠ। জানুয়ারি ১৯৮৭।
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র।