বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ১৯৩] যাষ্টিকের উদ্ধৃতিতে গ্রামরাগ ও এর ভাষারাগের যে তালিকা দেওয়া হয়েছে, তা হলো-
- টক্ক (রাগগীতির অন্তর্গত গ্রামরাগ): এই
গ্রামরাগের অধীনস্থ রাগের সংখ্যা ১৬টি।এগুলো হলো-
ত্রবণা,
ত্রবোণদ্ভবা,
বেরঞ্জিকা,
ছেবাটী,
মালবেসরী,
গুর্জরী,
সৌরাষ্ট্রিকা,
সৈন্ধবী,
বেসরিকা,
পঞ্চম,
রবিচন্দ্রিকা,
অম্বাহেরী,
ললিতা,
কোলাহলী,
মধ্যমগ্রামিকা,
গান্ধারপঞ্চমী
- মালবকৈশিক (রাগগীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
৮টি। এগুলো হলো- শুদ্ধা,
আদ্যবেসরিকা,
হর্ষপুরী,
মাঙ্গলী,
সৈন্ধবী,
আভীরী, খঞ্জরী,
গুঞ্জরী।
এই তালিকায়
পৌরালী ছিল না। বৃহদ্দেশীর রাগ বিষয়ক বিস্তারিত আলোচনায় খঞ্জরী ছিল না। আবার শুদ্ধা
রাগকে যাষ্টিক বিভাষা রাগ হিসেবে উল্লেখ করেছন।
- ককুভ (সাধারণী গীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
৭টি। এগুলো হলো-
কাম্বোজ,
মধ্যমগ্রামিকা, সালবাহনিকা (সাতবাহিনী), ভাগবর্ধনী
(ভোগবর্ধনী),
মধুরী (মধুকরী),
শকমিশ্রিতা,
ভিন্নপঞ্চমী
-
হিন্দোল (রাগগীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা ৫টি।
এগুলো হলো- বেসরী,
প্রথমমঞ্জরী,
ছেবাটী ,
ষড়্জমধ্যমা ও
মধুকরী (মধুরী)।
- পঞ্চম (শুদ্ধ বা চোক্ষ গীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের
সংখ্যা ১০টি। এগুলো হলো-
আভীরী,
ভাবিনী, মাঙ্গালী, সৈন্ধবী, গুর্জরী,
দাক্ষিণাত্যা, আন্ধ্রী (অন্ধালী), তানোদ্ভবা, ত্রাবণী (ত্রাপণী) ও কৈশিকী।
-
ভিন্নষড়্জ (ভিন্ন গীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
৯টি। এগুলো হলো- বিশুদ্ধা, দাক্ষিণ্যাত্যা, গান্ধারী, শ্রীকণ্ঠী, পৌরালী,
মাঙ্গলী, সৈন্ধবী, কালিন্দী ও পুলিন্দী।
- সৌবীর (রাগগীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা ৪টি।
এগুলো হলো- সৌবীরী, বেগমধ্যা, সারিতা ও গান্ধারী।
-
ভিন্নপঞ্চম (ভিন্ন গীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
৪টি। এগুলো হলো- শুদ্ধভিন্না, বরাটী, ধৈবতভূষিতা এবং বিশালা।
- মালবপঞ্চম (রাগগীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
১টি। রাগটি হলো- ভাবিনী (লোকভাবিনী)
- বোট্ট (রাগগীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা ১টি।
রাগটি হলো- মঙ্গল
- টক্ককৈশিক (রাগগীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
৩টি। এগুলো হলো-মালবা, ভিন্নললিতা ও দ্রাবিড়ী
- বেসরষাড়ব: (রাগগীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
২টি। এগুলো হলো- বাহ্যষাড়ব ও নাদ্যা।
- ভিন্নতান (ভিন্ন গীতির অন্তর্গত মূল রাগ): এই রাগের অধীনস্থ রাগের সংখ্যা
১টি। রাগটি হলো-তানোদ্ভবা।
- গান্ধারপঞ্চম (সাধারণী গীতের অন্তর্ভুক্ত রাগ): এই রাগের অধীনস্থ রাগের
সংখ্যা ১টি। রাগটি হলো-গান্ধারী।
- পঞ্চম ষাড়ব (উপরাগ): এর রাগের উপরাগের অন্তর্গত রাগ শক। এটি রেবাগুপ্ত নামক
উপরাগের অধীনস্থ রাগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যাষ্টিকে মতে- অন্তরভাষা ছিল ৩টি। এগুলো হলো- ভাসবলিতা, কিরণাবলী ও শকনলিতা