যথা হতে প্রতিমাপূজার সৃষ্টি হয়।১৫৪
ভূগোল ইতিহাস দেখে করোরে নির্ণয় ॥
শৃগালমুখো মূর্খ বামন না জেনে ব্রহ্মের করণ ।
নোড়াপূজার করে প্রচলন দেখি তাই কয় ॥
না জেনে পুরুষপ্রকৃতি শিবলিঙ্গপপূজে হয় সতী ।
শুনে হাসি দেখে এ রীতি যত শিক্ষিত সবাই ॥
সতীদাহ বলে যারে তা কি মনুষ্যে করে।
রামমোহন চেষ্টা করে গেছে দেখো তায় ॥
সৃষ্টি করে বিটুলে বামন লালন শাঁই কয় ॥