শমন বলে ভয় কিরে তাঁর ।৩৩০
শ্রীগুরু কাণ্ডারী যাঁহার
ডোবে না তাঁহার তরী সেই তো ভবে নির্বিকারী।
কি দেবো তুলনা তাঁরই মুখের কথার ॥
সৃষ্টিস্থিতি বাহার কারণ তাঁর তুলনা কি দেবো এখন ।
সারা জগত যাতে পালন যাতে সংহার
এই বস্তমাটি এই ভবপারে তাঁর তুলনা কভু নাইরে ।
বিনয় করে দুদ্দু ফুকারে যা করেন এবার ॥