গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:আছে রূপে স্বরূপ স্বরূপে রূপ দর্পণেতে
২০৯
আছে রূপে স্বরূপ স্বরূপে রূপ দর্পণেতে ।
নয়নেতে নয়ন দিলে সেই রূপ পাই দেখিতে ॥
স্বরূপে রূপের আসন দ্বিদ্বলপদ্ধে হয় নিরূপণ ।
কটাচন্দ্র জিনিকিরণ আয়নামহল কাজলকোঠাতে ॥
সরদে জরদে মিলন নিত্যলীলায় তাই নিরূপণ ।
তিন মানুষের হয় আগমন দ্বিপক্ষ যোগের সাথে ॥
স্বরূপ ছেড়ে যে রূপ দেখতে চায় সেই তো পড়ে বিষম ধাধায়।
স্বরূপশক্তি রূপের ভাণ্ডার হয় দুদ্দু ডুবলো না সেই পদেতে॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৬৪।