গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আগে করো হাওয়ার মূল ঠিকানা নিরাকার
২০৮
আগে করো হাওয়ার মূল ঠিকানা ।
কোন মোকামে হাওয়ার উৎপত্তি তার কোথায় মঞ্জিল বারামখানা
কয় ঘড়ি দক্ষিণে রয় বামে স্থিতি কতক্ষণ হয়।
হাওয়া আসতে যেতে কি নাম কয় সে ভেদ না জানিলে বন্দেগী হবে না
হাওয়ার শুমার দমের ভরে দম ছাড়িলে হাওয়া প্রচারে ।
অধরমানুষ দমের "পরে তার হাতে দমকলের বীণা ॥
হাওয়ার দ্বারে রয় প্রহরী নিদ্বাত্যাগী যোগেশ্বরী ।
মূলসাধন হাওয়ার শক্তি ধরি অধীন দুদ্দু সাধন জানলে না॥


তথ্য