গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আগে মানুষ পরে ধর্মজাতির নির্ণয়
১০৭
আগে মানুষ পরে ধর্মজাতির নির্ণয় ।
ধর্ম জাতি আগে হলে শিশু বালক কে না জানতে পায় ॥
দর্শন শ্রবণ পারিপার্থিক অবস্থার গুণে শেখে শিশু হিন্দু যবন আর খিস্টানে
বিচার আচার হিংসা ঘৃণা উদয় হয় মনে জন্মগত নয় ॥
শিশুছেলে জানে না কোনও কিছুই ছুতঅছুৎ ন্যায় অন্যায় হাছামিছুই।
যা শেখায় সে তাই শেখে ভাই বয়সের হইলে উদয় ॥
মানুষের জাতধর্ম সৃজন ঈশ্বর কিংবা প্রকৃতির নয় কখন।
দীন দুদ্দু বলেরে মিলন কবে যে হয় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২০২।