অজ্ঞ মানুষে জাতি বানিয়ে ।১০৪
আজন্ম ঘুরিয়া মরে স্বজাতি খুঁজিয়ে
শিয়াল কুকুর পশু যারা এক জাতি এক গোত্র তারা ।
মানুষ শুধু জাতির ভারা মরে বইয়ে ॥
নমঃশুদ্র মুচি বাগদী তারাও খোঁজে জাতির সিদ্ধি ।
হায়রে সুখের বুদ্ধি হায়রে ভেয়ে ॥
জাতিগোত্রে আমার বাসা ভবিষ্যতে হবে জাতির দুর্দশা ।
লালন শাঁই দরবেশের ভাষা দুদ্দু যায় কয়ে ॥