গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আজগবি মানুষলীলে কেউ দেখিলে না
১০৮
আজগবি মানুষলীলে কেউ দেখিলে না।
আন্দাজে হাতড়িয়ে ম'লে খবর নিলে না ॥
অনাদির আদি নাম যাঁহার মানুষরূপে সেই করেন বিহার ।
ত্রিকুল তুলনা নাই তাঁহার তীরে জানলে না ॥
মানুষ মানুষ বলিছে সবাই মানুষের তুলনা কিছুই নাই।
মানুষ দ্বারে খবর তাঁহার পাই যে করে সেই কারখানা ॥
রসিক সুজন বলি তাঁরে মানুষের খবর দিতে যে পারে ।
দীন দুদ্দু বলে বিনয় করে লালন শাঁই দরবেশের বেনা ॥

তথ্য