গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আজব এক মীনরূপ তাঁহার
৩০৪
আজব এক মীনরূপ তাঁহার।
নিরাকারে নীরের মধ্যে করেন বিহার ॥
নিরাকারে নিরঞ্জন পয়দা আপন পদে আপনি সেজদা ।
করেন তিনি সদা সর্বদা কথা চমৎকার ॥
জানিলে নীরঘাটার খবর সেই জানে ভাই খোদার যেথা ঘর।
সকল কাজে সেই খবরদার জগত মাঝার ॥
নীরঘাটার ভেদ যে জানিল নিরঞ্জনকে সেই চিনিল।
অধীন দুদ্দু ফেরে পলো দিয়ে সাঁতার॥

তথ্য