গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আকারে ভজন সাকারে সাধন তায়
২০৬
আকারে ভজন সাকারে সাধন তায় ।
আকারে সাকারে অভেদরূপ জানতে হয় ॥
ভজনের মূল নিরাকার গুরুশিষ্য হয় প্রচার ।
আকারে নির্ণয় সাকার আকার ছাড়া সাকাররূপ নাহি রয় ॥
পুরুষপ্রকৃতি আকার যুগলভজন প্রচার ।
নায়িকানায়ক দোহার যোগে মহাসাধন যাতে হয় ॥
অযোনি সহজ সংস্কার স্বরূপে রূপ হয় নিহার।
রূপে স্বরূপ স্বরূপে রূপ অধীন দুদ্দু তাই কয় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৬৩।