গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আকারের সকল বিনা দেখো সেই মূল ঠিকানা
২০৭
আকারের সকল বিনা দেখো সেই মূল ঠিকানা ।
আকারে হয় সুখবিলাস আকারে তাপযাতনা ॥
আকারে স্থিতি পুরুষপ্রকৃতি আকারে করে উপাসনা ।
ক্ষিতি অপ তেজ বাযু আকাশ পীচ হতে হয় ঘটনা ॥
তারা এজমালিতে করে বেচাকেনা দেখ এ কারাখানায় পঞ্চজনা ৷
নিকাশের কারণ এ পঞ্চজন আকাররূপ ধরে দেখ না ॥
উর্ধপদে হেটমুণ্ডে জঠরেতে গারদখানা বোবা খোঁড়া কানা অন্তরে শূলবেদনা ।
শিরাঘাতে গর্ভপাতে যাতনা দুদু কয় পূর্বের ফল সে না ॥

তথ্য