গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আলাক শহরে চলো যাই
৩০৭
আলাক শহরে চলো যাই।
দেখবে খোদাবান্দা পয়দা একই ঠাঁই ॥
কুদরতী শহর মাঝে সৃষ্টিস্থিতি সব বিরাজে।
সকল বন্ত পায়রে খুঁজে পায়রে সদাই ॥
যেতে আলাক শহরে ভবসম্ধি যেতে হয় ছেড়ে।
গুরু গৌসাইর দাওন ধরে মানুষ ভাই ॥
সেই শহরের চাবি যাঁর কাছে তাঁরে সবাই ফেলিছে পিছে।
মানুষজনম হয়ে যায় মিছে দুদ্দুর তাই ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২১।