গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আল মোকামে আছেন আলাক শাঁই
৩০৬
আল মোকামে আছেন আলাক শাঁই।
আলের খবর নিলে আলাক পাই ॥
আলের সন্ধি যাঁর জানা আলাক হলো তাঁর ঠিকানা ।
বিষে বিষ করে ফানা করে উদয় ॥
আলের দরবেশ যাঁরা আলখানার ভেদ পেলো তাঁরা।
তাঁদের হলো কর্মসারা দেখতে পাই ॥
আশেক মাশুক মিলে যে বস্ত হাসেল করিলে ।
বিনয় করে দুদ্দু বলে কোথায় বা যাই ॥


তথ্য