গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আল্লাহর কুদরত জাহের বাতেন কে বুঝতে
২২০
আল্লাহর কুদরত জাহের বাতেন কে বুঝতে পারে।
কে বুঝতে পারে গো মাওলা কে বুঝতে পারে ॥
আদম "পরে হুকুম করে দোষী হবে গন্দম খেলে ।
হলো এদিকওদিক দুইদিক হুকুম ঠিক রাখবে কেমন করে ॥
আদমের বাম অঙ্গ হতে বিবি হাওয়া পয়দা করলেন।
দুজনে হলো মিলন বেহেস্ত মাঝেতে বাপে ঝিয়ে হলো বিয়ে হলো কোন প্রকারে॥
খোদা ছাড়া সেজদা হারাম আরশে লিখিলেন কালাম ।
তবে আজাজিল করিলেন ঠিক কাম দোষী হয় কি করে॥
অধীন দুদ্দু কেঁদে বলে দরবেশ লালন শাঁইজীর চরণতলে
চরণ পাই যেন অন্তিমকালে দয়াল ফেলো না আমারে ॥

তথ্য