গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আমার আসা যাওয়া ফুরাবে কবে
১৬৮
আমার আসা যাওয়া ফুরাবে কবে।
ভবনদীর মাঝে বারে বারে যাই গো ডুবে ॥
ভবনদীর তুফান ভারি গুরু এসে হও কাণ্ডারী।
নইলে মারা যাবে তরী কামকুম্ভীরে ধরে খাবে ॥
যদি মারা যাই বিপাকে দয়াল বলে কে ডাকবে তোমাকে ।
পাপী বলে ফেলো যাকে শুনি তারে কোলে নেবে ॥
দীন দুদ্দু বিনয় করে লালন শাঁইর চরণ ধরে।
শাঁই আজ আমার তরী যেন না ডোবে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৩৯।