গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আমার এই কথা বুঝবে কোনজন
১৬৯
আমার এই কথা বুঝবে কোনজন।
বুঝিলে পাইবে রতন ॥
এইদেহে অনন্তের খেলা দেখিয়া সেই আজবলীলা ।
লালন শাঁইজী বলিলা দুদ্দু শোন ॥
দিন গেছে শাঁইর কদমে ছেঁউড়িরায় জেলের গ্রামে ।
জাত গেছে তোড়াঁনীর ঘামে পেয়েছি রতন ॥
পদে রচিলাম তাই যার ইচ্ছা শোনোরে ভাই।
আমার দোষ দিলো সবাই দুদ্দু দেখে সেই চরণ ॥

তথ্য