আমার এই শেষের দাবি শাঁই।২১৪
অন্তিমকালের কালে তোমার চরণবিন্দু চাই
তিনযুগে আশায় আমার তাইতে দিই দোহাই তোমার ।
নিজগুণে দিও এবার তোমার দোহাই ॥
মরিলে বাঁচাইতে পারো দিয়ে অমৃত ক্ষীর ।
মিনতি করি হে তোর যাহাতে পাই ॥
কোনও বাঞ্ছা নাইরে আমার ঐ চরণ করেছি সার।
দুদ্দু কয় আমারে পার করো গো শাঁই ॥