গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আমি বান্দা তাই জারি করে সবাই
৩
আমি বান্দা তাই জারি করে সবাই।
কি বস্তু আমি আমার নাই নিজ পরিচয়॥
নূরে নীরে হয় আজুদ গঠন মা বাপ হতে হয় উপার্জন।
কি বস্তু খোদার নিরূপণ এই বান্দাতে রয়॥
কিরূপ খোদা কিরূপ বান্দা খোদাবান্দা নাহি জুদা।
বান্দার কলবে খোদা খোদার আরশ কয়॥
আমি ফানা হলে যখন খুদী ফানা হয় নিরূপণ।
বেখুদী হলে গোলাম তখন সই দিবেন খাতায়॥
খোদাবান্দা আকাসনে লক্ষ যোঝন ফাঁক দুজনে
দুদ্দু কয় সেই ভেদ না জেনে বান্দার দাবি বৃথাই।
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১০৭।