গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আমি এমন জনম পাবো কিরে আর
১৭১
আমি এমন জনম পাবো কিরে আর ।
এমন চাঁদের বাজার মিলবে কি আবার ॥
এমন আনন্দরসে আর কি গো যাবো ভেসে ।
মানবজনম পাবো দেহের কামনা অপার ॥
এহেন জনম পেয়ে কাল কাটালাম ঘুমাইয়ে ।
জনম গেলোরে বয়ে গেলো আমার ॥
পরের গোয়ালে করে ধূঁয়া কাটলাম পথে কতো কুঁয়া।
দীন দুদ্দু কয় দোহাই দিয়া শাঁই যা করো এবার ॥

তথ্য