গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আমি মনের দোষে হলাম সাধনহীন
২১৫
আমি মনের দোষে হলাম সাধনহীন।
পূ্বস্বভাব যায় না মনের স্বভাব র'লো প্রবীণ ॥
স্ত্রীলি্গ পুংলিঙ্গ মৈথুন পূর্বস্বভাব হয় উদ্দীপন ।
নিজ ইন্দ্রিয়সুখ তাই নিরূপণ মনে তাই হলো না সাধন ॥
প্রকৃতির ভাব পুরুষ লবে পূর্বস্বভাব ঘুচে যাবে।
গোপী ভাবাশ্রিত হবে সেই ভাবে মন ভাবালি কখন ॥
সাধনের বল শুদ্ধভক্তি ভক্তিপাত্র হন প্রকৃতি ।
যাতে উদয় মধুররতি সে রতির হলো না যতন ॥
যে পদ্মে মধু হয় নিরূপণ সে পদ্মের করলে না যতন।
দুদ্দু কয় পদ্মপীড়ন করলিরে মন হয়ে কঠিন ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৬৭।