গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: অন্ধকার ধন্ধকার কুয়োকার নিরাকার

অন্ধকার ধন্ধকার কুয়োকার নিরাকার
চারকারে উৎপত্তি যে মানুযের কীর্তি সেই মানুযের কিরুপ আকার॥
শূন্যময় শূন্যাকার তাইতে কয় দিক নিরূপণ নাই নাই সময়।
কিসের উপর করে নির্ভর যে মানুয ছিলো একেশ্বর॥
শুনতে পাই সাতকারে সাতরূপ শাঁই কোন কারে কি নাম ধরেন তাই।
কোন শাঁইয়ের কিরূপ আকার কি বস্তু হইতে কেমন প্রচার॥
ডিম্বাকার নিরাকারময় ডিম্বের গঠন কি বস্তুতে হয়
দুদ্দুএ বাঞ্ছা শুনতে চায় লালন শাঁই বাঞ্ছা পুরাও এবার

তথ্য