আপন ঘর সামাল করো মনরে আমার ।২১২
দশ ছয় ষোলজনে চারিদিকে খবরদার ॥
পাইলে সামান্য ফাঁসা ঘটাবে বিষম দুর্দশা ।
যাইবে জীবনের আশা এমনই রিপুর দুয়ার ॥
নিভায়ে মদনবাতি জেগে থেকো দিবারাতি।
সাধনে হয়ো প্রকৃতি ছেড়ে পুরুষস্কভাব এবার ॥
সাবধানে করো খেলা হয়ো না বৈদিকের চেলা।
দীন দুদ্দু বেচে কলা লালন শাঁই কয় কার্যসার ॥