গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:আপন হাতে জন্মমৃত্যু হয়
২১৩
আপন হাতে জন্মমৃত্যু হয়।
খোদার হাতে হায়াতমউত কে কয় ॥
বীর্যরস ধারণে জীবন অন্যথায় প্রাপ্তি মরণ।
আযুর্বেদ করে নিরূপণ করি নির্ণয় ॥
নিজে বীর্ষক্ষয় করে পশুর মতো পথে পড়ে।
কতজনে যায় মরে খোদার দোষ দেয় ॥
আপন হাতে জীয়নকাঠি দেখো দেল করে খাঁটি ।
দুদ্দু বলে হাতে লাঠি নিয়েছি ঠেলায় ॥

তথ্য