গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আপন হাতে কপালের চাবি
১৬৭
আপন হাতে কপালের চাবি ।
মনে বুঝে দেখ অমনি পাবি ॥
অযথা দোষ দাও খোদারে জানো নাকো কি কার্য করে।
পড়িয়া অদৃষ্টের ঘোরে খাওরে খাবি ॥
অদৃষ্ট বরাতাদি খোদার হাতে হয় গো যদি।
তবে কেন নেকি বদি করোরে দাবি ॥
লালন শাঁই বলে আমায় দুদ্দু দাও আপনার দায়
সকলই আত্মইচ্ছায় জগত জীবন সবি ॥

তথ্য