গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আপনাকে আপনি চেনা যায় কিসেতে
১১
আপনাকে আপনি চেনা যায় কিসেতে ।
যে চেনায় আল্লাহকে চেনা ফরমায় নবীর হাদিসেতে ॥
রোজা কি নামাজ পড়ায় কলেমা কি হজ জাকাত দেয়া ।
তঘি ভারি পার্জেগানায় নিজ পরিচয় কই তাহাতে ॥
আতশ খাক বাত আর পানি কোন্ চিজেরে আল্লাহ মানি ।
কোন্ চিজে আপনাকে চিনি আল্লাহ কি আদম এক চিজেতে ॥
কাবাতে নিয়ত নিরপণ আপন কাবার নাই অন্বেষণ ।
খলিলুল্লাহর কাবায় কি কখন আল্লাহকে কেউ পায় দেখিতে ]
আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে ।
দুদ্দু কয় রুকু সেজদা দিলে খোদার দিদার হয় কি তাতে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১১৬।