আপনাকে আপনি চেনো মন আমার ।১২
তবেই তো চেনা যাবে পরওয়ার ॥
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
হাদিস মাঝারে দেখো বলছেন নবী সরওয়ার ॥
খোদেতে রয়েছেন খোদা দেলকাবাতে দেখতে পাবা ।
দেখো ভেবে তুমি কেবা আপন খবর নাই এবার ॥
লালন শাঁই দরবেশে বলে দুদু মলি তরিক ভুলে ।
কি হবে তরিক নইলে তরিকছাড়া জুয়াচোর ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১১৬।