গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আপনাকে চিনলে পরে চেনা যায় পরওয়ারদিগারে
১৩
আপনাকে চিনলে পরে চেনা যায় পরওয়ারদিগারে ৷
খোদ ও খোদা নয়রে জুদা আরশে খোদা দমের ঘরে ॥
নৈরাকার নিরাকারে খেলছে খেলা এই আকারে ।
আছে সে ঘরঘেরা দশ হাজারে দেখতে পাবি নফির জোরে ॥
মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু হাদিস প্রচারে ।
আপনাকে আপনি চেনো বলছেন নবী সারওয়ারে ॥
নেস্ত গম সেই মোকামে হাজির থেকো দেলহুজুরে।
হবে ফানা রূপের তানা আশেকে মাশুক ঘিরে ॥
দরবেশ লালন শাহ কয় তরিক এই হয় বন্দেগী হাসেলের তরে ।
দুদ্দু তরিক ভুলে খাবি খেয়ে দেশদেশাত্তর বেড়াও ঘুরে॥

তথ্য