গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আপনারে চিনবি যদি মোর্শেদকে চিনো আগেতে
১৪
আপনারে চিনবি যদি মোর্শেদকে চিনো আগেতে।
চিনতে পারবি তবে কিরূপ খোদা এইদেহেতে ॥
মোর্শেদ হন রাহা কোনেন্দা দেখান তিনি বন্দেগীর কায়দা ।
মোরাকাবা মোশাহেদায় খোদার দিদার হয় যাতে ॥
মোকামে মাহমুদা জানো সুলতানী জিকির মানো ।
লা মোকামে অন্বেষণ নিজ পরিচয় হয় তাতে ॥
আপনি ডুবে আপন মাঝার দেখো সে নিরূপ নিরাকার ।
সেরূপ মিলন এবার বেখুদী পেয়ালার সাথে ॥
সিড়ি ধরে উঠলে তবে মুক্তির মোকাম মিলবে ।
লালন শাঁই কয় দুদ্দু ভেড়ে ঘুরিস নে আর ঘ্বুরপথে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১১৭।