গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আর যাবো না ফিরিয়া ঘরে
১০২
আর যাবো না ফিরিয়া ঘরে ।
তুই যা বলিস তা বলিস আমারে ॥
ঘরে ফিরে গিধে কাজ নাই তুই ফিরিয়া যারে নিতাই
আমি রাধার কাছে যাই ব্রজপুরে ॥
ঐ যে সদা গোরা বলে ডাকে রাধা কুতুহলে
পাগল হলো মরে ভুলে মর্মে মরে ॥
রাজ রাজতত্ব এ সংসারে কার্য নাইরে কই তোমারে
অধীন দুদ্দু বিনয় করে লালন শাঁইর দ্বারে ॥

তথ্য