আর তো ফিরে যাবো না ঘরে ।৮০
মন আমার পাগল হয়েছে যেতে ব্রজপুরে ॥
ব্রজে যাবো প্রাণ জুড়াবো গোপীদেরে দেখতে পাবো।
পরম আনন্দে রবো রাই দ্বারে ॥
বিষ্ণুপ্রিয়া থাকুক ধনী তাহারে ছাড়িয়ে এখনি ।
বলে যাবে দূরে এমনি কোনও দাবি নাই সংসারে ॥
তুমি ফিরে যাও জননী বিমোচন দিয়ে গৌরমণি।
দুদ্দু বলে পাষাণ এমনই নিষ্ঠুর গোরারে ॥