গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আরশে বারী বারে এলাহী

আরশে বারী বারে এলাহী সহজ মানুষ সেই মূলাধার।
কুররতী আজব বারী ক্ষমতা তাঁর নাইকো ঘুমায়॥
শূন্যাকারে একেশ্বরে শূন্যময় নয়ন হেরে।
চিন্তাবিয়োগ হুহুঙ্কারে উপচে বারী নূরী নাম তাঁর॥
সে যে নূরী তেজেশ্বরী শারদ মেঘে স্থির বিজরী।
গোপনে রয় গুপ্তেশ্বরী চম্পাকলিকা নাম প্রচার॥
শারদ মেঘের রবিকরে নবজলধর তার সঞ্চারে।
ঘন সৌদামিনীআকারে নূরনবী যুগল কিশোর॥
মৃদুমন্দ বয় সমীরণ ক্ষিরোদ মেঘের আন্দোলন।
সত্যমণি তার আগমন ক্ষিরোদ শাঁই নাম প্রচার ॥
মনবুদ্ধির তার আগমন বারী লালন শাঁই কয় আগমনবিচারী।
দুদ্দু কি পায় গম্ভু তারই চারকারের উপরে বিচার ॥

তথ্য