গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:আশাই প্রকৃতির জীবন
২১৬
আশাই প্রকৃতির জীবন ।
নিরাশাই মৃত্যুর কারণ ॥
বহুবর্ষ দেখেছি ভেবে আশার তেলে মেপে মেপে ।
স্থির জেনেছি এবে আশাই সর্ব মূলসাধন ॥
আশা করে পরম 'পরে সব নতুন সুধায় ভরে ।
তারই কারণে ঘেরে হয় সবই ক্রমে সৃজন ॥
ত্যাগিলে আশা বাসনা তিলেক এ সৃষ্টি রবে না।
লালন শাঁই কয় দুদ্দু মরো না নিরাশায় সেধে মরণ ॥

তথ্য