গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: অশান্ত চঞ্চল চিত্তে ভক্তি নাহি উপজয়
১৬৬
অশান্ত চঞ্চল চিত্তে ভক্তি নাহি উপজয়।
যে ভক্তিতে শুদ্ধরতির হয় উদয় ॥
হীনবীর্য চঞ্চল যেজন কোনও সাধনে সিদ্ধ নয় করণ ।
তার বারোঘাটে হয়রে মরণ বারোর আশায়
উত্তমবীর্য স্থির ধার মন তীরই সিদ্ধি পরশরতন।
স্থিতপ্রাজ্ নামে যেজন খ্যাত সেই হয় ॥
বিরাটে বিরাটের মিলন ক্ষুদ্রে বিরাট না হয় ধারণ ।
দরবেশ লালন শীইয়ের বচন দুদ্দু তাই কয়॥

তথ্য