গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আশেকজনার বন্দেগী জাহের নয়
১৬
আশেকজনার বন্দেগী জাহের নয়।
পুশিদা বলে নবী রাখলেন সিনায় ॥
দায়েমী নামাজ যারে কয় আশেকের বন্দেগী সে হয়।
ওয়াক্ত আইন নাইকো তায় ঠাঁই অঠাঁই ॥
দুনিয়া তরকভরে মাশুকের তলব করে।
মাশুকরূপ নয়ন 'পরে ঘুরায় সদাই ॥
এরফানী দলিল যারে কয় আশেকের আমল তাতে রয়।
কালাম আয়াতে হয় হীরক মুক্তা নয় ॥
মাশুকের চরণদাসী আশেক হয় শিবনিবাসী ।
দুদ্দু তাই কয় প্রকাশি আমার আমল নয় ॥

তথ্য