আশা আমার পূর্ণ হলো না।৩৫
যে আশায় পড়ে আমার কুলমান রইলো না
যদি তোরা দেখিস তারে বলিস তাহার করে ধরে ।
এই পিরিতি তোমার সুরীতি পরান যে আর বাঁচে না ॥
এ দেহ যৌবন মন যারে আমি করেছি অর্পণ ।
তাহার চরণ দেখি না এখন ভাবিলে যে প্রাণ থাকে না ॥
শঠের পিরিতে মজে কলঙ্কিনী হলাম ব্রজে।
দুদ্দু তাই ভজে দয়াল লালন শাঁই দাও চরণখানা ।