আত্মইচ্ছা ত্যাজ্য করো মন।২১০
যদি হরিরে মানুষরতন ॥
স্বীয় কামে হয়ে চঞ্চল গেলোরে আপন পরকাল ।
হারায়ে পারের সম্বল লেংটিসার হলো এখন ॥
নিঃশ্বাসের নাই কোনও বিশ্বাস এই কথা করিয়া আশ।
হও গে রসিক নির্যাস রসানুগী করে নিরূপণ ॥
দীন দুদ্দু করে বিনয় লালন শাঁইর চরণছায়ায় ।
মিথ্যা কথায় আমার দিন যায় না সেধে সেই চরণ ॥