গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আত্মরতি খণ্ড করে শরিক হয়
২১১
আত্মরতি খণ্ড করে শরিক হয়।
পুত্রকন্যারূপে পুনর্জন্ম তারে কয় ॥
পুত্রকন্যার মধ্যে সেথা থাকে বেঁচে পিতামাতা ।
এইরপে সৃষ্টির প্রথা চলিয়া যায় ॥
শুক্রবিন্দু রক্তরস ধরে বংশপরম্পরা চলে ফেরে ।
এইরূপে তারা জন্মে জন্মে আসে লতাসাধনায় ॥
ত্রিবিধ যাতনারে ভাই সেই যাতনায় মরে সবাই।
না মরিলে মুক্তি তো নাই জানে তা সবায় ॥
জন্মিয়া যাতনাপ্রাপ্তি এ কারণে পরমমুক্তি।
পাইবে সাধনে শক্তি দীন দুদ্দু কয় ॥

তথ্য