গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: আউয়ালেতে আল্লাহর নূরে নবীর জন্ম হয়
২
আউয়ালেতে আল্লাহর নূরে নবীর জন্ম হয়।
আল্লাহ কি বস্তু কি আকার নির্ণয়॥
শূন্যাকারে একেশ্বরে ছিলেন আপে পরওয়ারে।
কিরূপে তাঁহার নূর প্রচারে আশেক মাশুক নাহি যে সময়॥
নূরের স্থিতি হয় কিসের পরে'পরে জন্মায় নবী কার উদরে।
কি রূপ নবীজী ধরে জন্মে নবী কিসের পরে রয়॥
কোন পানিতে খাক করে মৈথুন কিসের পর হয় আদমের গঠন।
আদমের জান হলো কোনজন হাওয়ার জন্ম কার নূরে দুদ্দু কয়॥
আল্লাহর নূরে যদি নবীর জন্ম হয় চৌদ্দ বিবি নবী পাইলেন কোথায়
বলো বলো সাধু মহাশয় অধীন দুদ্দু শুনতে চায়॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১০৬।