গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:বাপের পুকুর যারে কয়
২৬৬
বাপের পুকুর যারে কয়।
জন্মমৃত্যুর কারণ সে হয় ॥
এ দ্বারে অমৃতনিধি কেহ কেহ করে সিদ্ধি ।
আবার পরাণবধি নরকে যায় ॥
ভাবে প্রেম কামে শৃঙ্গার জগতে রয়েছে প্রচার ।
ঘটে না যার মনের বিকার সেই তো পায়॥
যাতে জন্ম তাতেই মৃত্যু কালজয়ী চিরসত্য।
এ জগতে ইহাই নিত্য দুদ্দু ভাবে জানায় ॥


তথ্য