গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: বাউল বৈষ্ণব ধর্ম এক নহে তো ভাই
২৬৪
বাউল বৈষ্ণব ধর্ম এক নহে তো ভাই।
বাউলধর্মের সাথে বৈষ্ঞবের যোগ নাই ॥
বিশেষ সম্প্রদায় বৈষ্ণব পঞ্চতত্ত্বে করে জপতপ ।
তুলসীমালা সব অনুষ্ঠানে সদাই ॥
বাউল মানুষ ভজে যেখানে নিত্য বিরাজে।
বন্ততে অমৃত আছে নারীসঙ্গী তাই ॥
নিত্যানন্দের দুই পুরুষ হয় বীরভদ্র বীরচুড়ামণি কয়।
দুইজনে দুইমতের গৌসাই শুনতে পাই ॥
দরবেশী বাউলের ক্রিয়া বীরভদ্র জানে সেই ধারা ।
দরবেশ লালন শাঁইর কথায় দুদ্দু তাই জানায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৯২।