গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: বাউল জীবন জানতে কয়
২৬৫
বাউল জীবন জানতে কয় ।
কেমন জীবনবস্তু কিসে জন্ম কোথায় লয় ॥
যে বস্তু জীবনের কারণ তাই বাউল করে সাধন।
জীবনে পরম নিরূপণ বাউলেরা কয় ॥
জীবনই তীর্থ ধর্মপথ এই কথা বাউলের মত।
বস্তুবাদী বাউল আদত কেহ কেহ হয় ॥
করে না অনুমান ভজন করে না মুক্তির করণ ।
জীবনই সত্য নিরূপণ দীন দুদ্দু জানায় ॥


তথ্য